পদ্মায় পানি বাড়ায় ৩ ফেরি ঘাট প্লাবিত

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ২০ সে. মিটার পানি বৃদ্ধি পেয়ে মাওয়া-কাওড়াকান্দির ৩টি ফেরি ঘাট প্লাবিত হয়েছে। টানা বর্ষণে ডাম্ব ফেরি রানীক্ষেত ও রানীগঞ্জ বিকল হয়ে পড়ায় সমস্যা প্রকট আকার ধারণ করছে। এতে করে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল উভয় ঘাটে যাত্রীবাহী পরিবহনসহ প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকে পড়েছে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, টানা বর্ষণে পদ্মায় গত ২৪ ঘণ্টায় ২০ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় পদ্মায় ৩৮ সেন্টিমিটার পানি বেড়ে কাওড়াকান্দি ৩নং ফেরিঘাট ও মাওয়ার ১নং ও ৩নং ফেরিঘাট প্লাবিত হয়। ঘাট তিনটি বিকল হয়ে পড়ায় গতকাল বিকেলে পন্টুনগুলো লো ল্যান্ড থেকে হাই ল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। এসময় ফেরি লোড আনলোডে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়। এদিকে পদ্মায় স্রোত থাকায় এবং ফেরি পন্টুনের র‌্যাম সংযোগ কর্দমাক্ত হয়ে পড়ায় ফেরি পারাপার ও লোড আনলোডের ক্ষেত্রে দেড় ঘণ্টার স্থলে আড়াই ঘণ্টার উপরে সময় লাগছে বলে ফেরি চালকরা জানান।

Leave a Reply