গজারিয়ায় আলুবীজের অভাব

গজারিয়ায় আলু বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি দামে কিনতে চাইলেও চালু বীজ পাচ্ছেন না কৃষকরা। এছাড়া বিএডিসি এবং বীজ ডিলার সমিতিও বীজ সরবরাহের বিষয় কৃষকদের আশ্বসত্ম করতে পারছে না।
ফলে দিশেহারা হয়ে পড়েছেন আলু চাষিরা। কৃষকরা জানান, গজারিয়া উপজেলায় এ বছর আলু চাষের লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। সমপরিমাণ জমিতে আলু চাষের জন্য বীজ নেই কৃষকদের হাতে। গেল বছর আলুর দাম বেশি পাওয়ায় কৃষকরা হিমাগারের বীজ আলুও বিক্রি করে দিয়েছেন। নিজেদের আলু বিক্রি করে এখন তারা বীজ সংকটে পড়েছেন।

বিএডিসির আলু বীজ এ গ্রেড প্রতি বসত্মা (৪০) ১৪৩০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২০০০/২২০০ টাকায় এবং বি গ্রেড ১৩০০ টাকার স্থলে ১৮০০/২০০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুবীজ সংকটে গজারিয়ার বেশ ক’জন ব্যবসায়ী নিজ উদ্যোগে এবং বীজের ডিলাররা বিদেশ থেকে আনা নতুন আলু বীজের বাক্স বিক্রির উদ্যোগ নিয়েছে। কৃষকদের অভিযোগ, আলু বীজ সংকটের অজুহাতে ডায়মন্ড আলু (৪০ কেজি) বাক্স ৪ হাজার ৫শ’ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৭-৮ হাজার টাকায়। গেললা আলু (৪০ কেজি) বাক্স ৫ হাজার ৫শ’ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৯/১০ হাজার টাকায়।

[ad#co-1]

Leave a Reply