কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল

কাজী দীপু মুন্সীগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে গতকালও ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাড়ে বহুসংখ্যক যানবাহন আটকা পড়ে। এছাড়া পদ্মার ডুবোচরে আটকেপড়া রো-রো ফেরি ভাষা শহীদ বরকত ১০ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার উদ্ধার হয়েছে।

এদিকে কাওড়াকান্দি ৩ নং ফেরিঘাটে ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় মাদ্রাসা ছাত্র সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাবার নাম মো. রফিক।

স্থানীয় সূত্র জানায়, কাওড়াকান্দি ফেরিঘাট থেকে যানবাহন লোড করে মাওয়া ঘাটের উদ্দেশে রওনা হয়ে হাজরা পয়েন্টে পদ্মার ডুবোচরে ফেরিটি আটকে যায়। ফলে যাত্রীদের মাঝ নদীতে ফেরিতেই রাত কাটাতে হয়।

[ad#co-1]

Leave a Reply