ডিসেম্বর বিজয়, আনন্দ ও কান্নার মাস। ৭ ডিসেম্বর এই দিনে ৮ বছরের মতিউর রহমান জাহাঙ্গীরসহ আরও ৯জন পাক হানাদার বাহিনীর আক্রমন থেকে বাউশিয়াকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়ে শহীদ হন। কিন্তু ৩৮ বছর অতিক্রম হলেও তাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ঠাঁই পায়নি। স্বাধীনতা যুদ্ধে ভবেরচর ব্রীজের সামনেই জাহাঙ্গীরকে নির্মমভাবে হত্যা করেছিল হানাদার বাহিনী। সোমবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ মাসেই গজারিয়ার বীর মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই শহীদ মতিউর রহমান জাহাঙ্গীর, উমেশ চন্দ্র, হরিপদ ঠাকুর, শাহাদত, শাহজালাল, আউয়াল, ইসমাইল সরকার, রুহুল আমীন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন বেপারী শহীদ হলেও এরা ৩৮ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পায়নি। অথচ বিগত সময়গুলোতে জোট সরকার ক্ষমতায় থেকে সারাদেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়েছে।
বিজয় মাসের এই দিনে যুদ্ধে নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক বলেছেন, যারা যুদ্ধ করেনি তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় আর যারা মুক্তিযুদ্ধ করেছে ৩৮বছর অতিক্রম হলেও তাদের নাম গেজেটভুক্ত না হওয়া জাতির জন্য কলঙ্কজনক।
শহীদ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা গজারিয়া উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক হাফিজ আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম বীর প্রতীক, মজিবুল হক, সালাউদ্দিন সেলিম, নজরুল ইসলাম সরকার, মাহবুবুল হক মজনু ও উপজেলা ছাত্র লীগের সেক্রেটারী মনিরুল হক মিঠুসহ আরো অনেকে।
[ad#co-1]
Leave a Reply