কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুক্তিযোদ্ধা বাচ্চু বেপারীর ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার ঘটনায় ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা না নেয়ায় গতকাল টঙ্গিবাড়িতে প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধারা। এতে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দ্রুত মামলা নিতে পুলিশকে আহ্বান জানিয়েছেন।
টঙ্গিবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব একেএম গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হোসেন বাবুল এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এছাড়া মুক্তিযোদ্ধা শামছুল হক, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন পিন্টু, একেএম কামরুলসহ ১৩০ জন মুক্তিযোদ্ধা এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
গত ৩০ নভেম্বর টঙ্গিবাড়ি উপজেলা সদর বাজারে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীরা বাজারের দোকানঘর লুটের সময় বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বাচ্চু বেপারী বাধা দিলে তাকে মারপিট করে।
[ad#co-1]
Leave a Reply