যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, জমি অধিগ্রহণ বাবদ এখন মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০৭ কোটি ৪৯ লাখ টাকা দেয়া হবে। পরে সামাজিক অবস্থান পরিবর্তনের কারণেও দাতা সংস্থা ও সরকারের পক্ষ থেকে এনজিওদের মাধ্যমে আরো সহযোগিতা দেয়া হবে ক্ষতিগ্রস্তদের। এই সেতু হলে এখানকার শিক্ষার্থীরা প্রতিদিন ঢাকায় যেয়ে ক্লাশ করে আবার বাড়িতে ফেরৎ আসতে পারবে। গতকাল দুপুরে শিবচরের মাদবরচর ইউপি কার্যালয়ের সামনে পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শশী কুমার সিংহের সভাপতিত্বে এ সময় দাতা সংস্থার প্রতিনিধিরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগ সচিব মো. জাহিদ হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মো. ফারুকউজ্জামান, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রেজাউল করিম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, পশু সম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন, মাদচরচর ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনূষ্ঠানে ৪২টি পরিবারকে প্রথম পর্যায়ে মোট১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ২৫৫ টাকার চেক প্রদান করা হয়। শিবচরের বাখরেরকান্দির আকিমন বিবি প্রথম চেকটি গ্রহণ করেন।
[ad#co-1]
Leave a Reply