জান্নাতুল ফেরদোসৗ:
জেলার এতিহ্যবাহী মৃৎশিল্প আজ ধংসের পথে ।এক সময় জেলার বিভিন্ন গ্রামে মৃৎশিল্পের এলাকা ছিল । আজ মৃৎশিল্পের ভাটা পড়েছে। প্রয়োজনীয় পুঁজি ও আধুনিক যন্তপাতির অভাব ছাড়াও ধাতুর তৈরী স্বল্পমূল্যের বাসন-কোসন ও তৈজসপএ এ শিল্পের অস্তিত্বের পকে বড় বাধা হয়ে দাড়িয়েছে। মৃৎশিল্পের সঙ্গে জড়িত প্রায় পরিবারগুলোর ভাগ্যে এখন চরম দুর্দিন নেমে এসেছে।
উপকরনের মুল্যবৃদ্দ্রি ,সরকারী উদ্যোগ ওসাহায্য-সহযোগিতার অভাব এবং প্রয়োজনীয় পুজির অভাবে এ শিল্প এমশ বন্দ্ব হয়ে যাচ্ছে। মৃৎেিল্পর সঙ্গে জড়িত থাকা আবদুল্লাপুরের কুমারপাড়ার বিচিএ রানী রুক পালের সঙ্গে আলাপকালে জানায়,৪৫ বছর ধরে মৃৎশিল্পের কাজ করে আসছেন তিনি, তেরী করছেন মাটির তৈরী বাসন -কোসন হাঁড়ি, খেলনার জিনিসপএ,দইয়ের পাতিল,সরা,আগুনের আলসা,পিঠার খোলা,টোকা,ব্যাংক ইত্যাদি। দেশের বিভিন্ন মেলা ও হাট-বাজারে তাদের বেশ পরিচিতি ছিল।
বর্তমানে পুঁজি ও পৃষ্ঠপোষকতার অভাবে এবং স্টিল ও এলুমিনিয়াম ছাড়াও প্লাষ্টিকের তৈরী কম দামী তৈজসের দাপটে তাদের অস্তিত্ব আজ ধংস হয়ে গেছে। তিনি জানান, এক ট্রলার মাটির দাম বর্তমানে ২৬০০ টাকা, ৫/৬ মন লাড়কি লাগে পাইন মাড়তে। কিন্তু এত খরচ বহন করা সম্ভব নয় বলে বদলি খেটে কাজ করতে হচ্ছে। পন পাতির বানিয়ে দিলে ৩০/৩৫ টাকা পারিশ্রমিক মিলে, মাযে মাযে তাও বন্দ্ব হয়ে গেলে বেকার বসে থাকতে হয়।গত ক’মাস ধরে কাজ বন্দ্ব থাকায সুতার মিরে কাজ করা মেয়ের সামান্য বেতনে সংসার কোনওমতেচলছে। ৫ জন ছেলে মেয়েকে নিয়ে কোনওমতে দিন কাটাচ্ছেন তিনি।দুঃখ প্রকাশ করে বলেন,এই শিল্পকে রক্া কারার জন্য সরকারী ভাবে কোন সাহায্য সহযোগিতা পাননি। ব্যাংকের ঋন তাদের ভাগ্যে জোটেনি।এ এলাকায় বর্তমানে ২০/৩০ টি পরিবার কোনও রকমে তাদের পেশা ধরে রেখেছে ।
[ad#co-1]
Leave a Reply