মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবসে শোভাযাত্রা

জান্নাতুল ফেরদোসৗ : ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলা পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে। সকালে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ে জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির সূচনা হয়। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় মুন্সীগঞ্জ আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন নেতৃত্ব দেন। এই শোভাযাত্রায় প্রশাসনিক কর্মকর্তা, মোক্তিযোদ্ধা, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এদিকে সন্ধ্যায় থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্নাাঢ্য বিজয় উৎসব।

[ad#co-1]

Leave a Reply