বাংলার মাটির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। সেই মাটিতে জন্ম নেওয়া লাখো বাঙালির অধিকার হরণের কারণে ইংরেজ শাসকদের নির্মম নির্যাতন, জলুম তিনি মেনে নিতে পারেননি। তারুণ্যের ক্রোধে ভেতরে ভেতরে জ্বলতেন একটু সুযোগের অপেক্ষায়। ভাবতেন যদি কখনও সুযোগ হয় তাহলে ইংরেজ শাসকদের বিষদাঁত ভেঙে দেবেন তিনি। সে জন্য অবশ্য বেশিদিন অপেক্ষার প্রহর গুনতে হয়নি এই বিপ্লবীকে। গ্রীষ্মের ছুটিতে কলকাতা বেড়াতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় গোপন রাজনৈতিক দল ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’-এর বিশিষ্ট ব্যক্তি ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়ের সঙ্গে। এটি ১৯৩০ সালের ঘটনা।
তিনি ভূপেন্দ্রকিশোর রায়ের অনুপ্রেরণায় ব্রিটিশবিরোধী সশস্ত্র রাজনীতিতে দীক্ষা নেন। ১৯০৮ সালের ১১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্ম নেওয়া এ মহান বিপ্লবীর নাম বিনয়কৃষ্ণ বসু বা বিনয় বসু। প্রকৌশলী পিতা রেবতী মোহনের তিনি ছিলেন সবচেয়ে মেধাবী সন্তান।
বিনয় বসু ম্যাট্রিক পাস করে ঢাকার মিটফোর্ড মেডিকেল স্কুলে (বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভর্তি হন। এ সময় তিনি ঢাকার ব্রিটিশবিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সঙ্গ লাভ করেন এবং ‘যুগান্তর’ দলের সঙ্গে জড়িত হয়ে ‘মুক্তি সংঘ’-এ যোগ দেন। বিপ্লবী কর্মকাণ্ডে নিজেকে পুরোপুরি নিয়োজিত করায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা আর হয়ে ওঠেনি। নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘বেঙ্গল ভলান্টিয়ার্সের’ সদস্যপদ লাভের পর বিনয় বসু ঢাকায় ফিরে আসেন অবিভক্ত বঙ্গের অত্যাচারী পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যার শপথ নিয়ে। কারণ এ পুলিশ অফিসারের হুকুমে রাজবন্দিদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। বিনয় বসুর ঢাকা ফেরার কিছুদিন পরই লোম্যানও আসেন ঢাকা ভ্রমণে।
তিনি অসুস্থ বাডকে [ঢাকার জল পুলিশের সুপারিনটেনডেন্ট] দেখতে মিটফোর্ড হাসপাতালে এলে বিনয় বসু তাকে হত্যা করে পালিয়ে যান। পুলিশের হাত থেকে রক্ষা পেতে তিনি দরিদ্র মুসলমান কৃষকের বেশ ধারণ করে কলকাতা পাড়ি জমান। সেখানে কয়েক মাস অজ্ঞাতবাসে থাকার পর আত্মগোপনে থাকার যন্ত্রণা থেকে মুক্তি দিতে দলীয় নেতৃবৃন্দ তাকে ইতালি যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু বিনয় বসু দেশমাতৃকাকে ছেড়ে কোথাও যেতে চাননি। দেশে থেকেই তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে ছিলেন বদ্ধপরিকর।
কারাবিভাগের জুলুমবাজ ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিম্পসনকে হত্যা করার দায়িত্ব আবারও দেওয়া হয় বিনয় বসুকে। সিদ্ধান্ত হয়, সিম্পসনকে হত্যার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকারের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সে সময়ের ব্রিটিশ সচিবালয় কলকাতা শহরের রাইটার্স ভবনে হামলার। সঙ্গে দেওয়া হয় দলের দুই কৃতী বিপ্লবী স্কুল পড়ূয়া বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তকে। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর তারা কলকাতা রাইটার্স ভবনে ঢুকে সিম্পসনকে হত্যা করেন। তছনছ করেন পুরো বিল্ডিং। এ যুদ্ধ ‘বারান্দা যুদ্ধ’ নামে খ্যাত। পুলিশ ও গোর্খা সৈন্যরা পুরো ভবন ঘিরে ফেলে। গ্রেফতার এড়াতে তিনজনই পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই মারা যান বিপ্লবী বাদল গুপ্ত। পরে দীনেশ গুপ্ত ও বিনয় বসুকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর বিনয় বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীনেশ গুপ্তকে পরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। মাতৃভূমির জন্য তাদের এ আত্মদান অবিস্মরণীয়।
[ad#co-1]
[ad#co-1]
Leave a Reply