শনিবার বিকাল ৫টায় পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে পুলিশ প্রশাসন ও মিডিয়ার কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সকল সাংবাদিক অংশ নেয়। পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম মিডিয়ার কর্মীদের সাথে পুলিশের সম্পর্ক জোরদার করা, আইন শৃংখলা ও অপরাধ প্রবনতা কমানোর নিমিত্তে সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তদন্ত রিপোর্ট ছাড়া সকল তথ্যই মিডিয়ার কর্মীদের দিতে কোন আইনগত বাধা বা সরকারী নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাধারণ মানুষ ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সার্কেল এস.পি. নাইমা সুলতানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম প্রমুখ।
ukbdnews
[ad#co-1]
Leave a Reply