পদ্মাপাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

অরুন কুমার বর্ধন
শরীয়তপুরের জাজিরা উপজেলার ৪টি ইউনিয়নের পদ্মারপাড়ের মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। অবাধে মাটি কাটার ফলে নদী ভাঙনের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার কু-েরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও নাওডোবা ইউনিয়নের ২০টি পয়েন্টে পদ্মার পাড় থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। নদীর পরবর্তী জমি হওয়ায় ভবিষ্যতে ভাঙনের আশঙ্কায় জমির মালিকরা বালু ব্যবসায়ীদের কাছে এ মাটি বিক্রি করে থাকে। বালু ব্যবসায়ীরা মাটি কেটে ট্রলারে ভরে মুন্সিগঞ্জের শ্রীনগরে ও মাওয়ার ইটভাটায় প্রতিফুট ৫ টাকা হারে বিক্রি করে।

পূর্ব নাওডোবা ইউনিয়নের মতিকান্দি গ্রামের শাহ আলম (৪০) বলেন, যেভাবে পদ্মার পাড় কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে তাতে আগামী বর্ষা মৌসুমে এখানে ব্যাপক ভাঙন দেখা দিবে। জমির মালিকরা না বুঝে বালু ব্যবসায়ীদের কাছে মাটি বিক্রি করে দিচ্ছে। স্থানীয় প্রশাসনের মাটি কাটা বন্ধ করা উচিত।

নাওডোবা ইউনিয়নের হাসান বয়াতি কান্দিগ্রামের লাইলি বেগম (৪০) বলেন, প্রতি বছর বর্ষায় আমাদের এ অঞ্চলে ব্যাপক নদীভাঙন দেখা দেয়। এখন আবার পদ্মার পাড় কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। পদ্মার পাড় থেকে মাটি কাটার ফলে যে কোনো সময় ভাঙন দেখা দিতে পারে।

বালু ব্যবসায়ী ইউসুফ আলী (৪২) বলেন, জমির মালিকের কাছ থেকে মাটি ক্রয় করে কেটে ট্রলারে ভরে পদ্মার পাড় হয়ে মুন্সিগঞ্জের বিভিন্ন ইটভাটায় বিক্রি করি। মাটিকাটা অবৈধ কি না জানি না। মাঝে মাঝে পুলিশের ভয়ে রাতে মাটি কাটি।

জমির মালিক বয়াতিকান্দি গ্রামের হনুফা (৩৫) বলেন, পদ্মার ভাঙনে আমাদের অনেক জমি বিলীন হয়ে গেছে। বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছি। পদ্মার পাড়ের জমি এমনিই ভেঙে যাবে তাই মাটি বিক্রি করে দিয়েছি।

কু-েরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মিয়া বলেন, আমাদের এ অঞ্চলটি ভাঙনকবলিত। জমির মালিকরা ভাঙনের ভয়ে মাটি বিক্রি করে থাকে। আমার ইউনিয়নে ঘোষণা দিয়েছি কেউ যদি পদ্মাপাড়ের মাটি কাটে তাকে পুলিশে ধরিয়ে দিব। শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক হোসেন জানান, পদ্মার পাড় থেকেই মাটি কাটার জন্য স্থানীয় প্রশাসন কোনো অনুমতি দেয়নি। যদি কেউ অবৈধভাবে মাটি কেটে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। রাতে যাতে মাটি কেটে নিতে না পারে সে জন্য রাতে পুলিশ টহল দেয়ার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করব।

[ad#co-1]

Leave a Reply