মুন্সিগঞ্জে আ’লীগ-বিএনপি সমর্থিত দু’গ্র“পে হামলা ও সংঘর্ষে আহত ১০: ছাত্রদলের সাবেক ভিপির বসতঘর ভাংচুর

মুন্সিগঞ্জের গজারিয়াতে আ’লীগ ও বিএনপি সমর্থিত দু’গ্র“পের মধ্যে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত ও ছাত্রদলের সাবেক ভিপির ২ টি বসত ঘর ভাংচুর, লুটপাট করা হয়েছে। আজ রোববার সকাল ৯ টার দিকে জেলার গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওই দু’গ্র“পে এই ঘটনা ঘটে। এ সময় আ’লীগ কর্মী ইসমাইল হোসেনের নেতৃত্বে আ’লীগ সমর্থিত ও সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রদলের সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুমের নেতৃত্বাধীন বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে অন্তত ১০ জন আহাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পরে আ’লীগ সমর্থিত ১৫-২০ জনের একটি বাহিনী সাবেক ভিপির বসত ঘরে হামলা চালিয়ে তার বাড়ীর ২ টি বসত ঘর এলাপাতাড়ি ভাবে ভাংচুর করে। এ সময় আ’লীগ সমর্থিতরা তার বসত ঘরের ভেতর থেকে ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাবী করেছেন। গজারিয়া থানা পুলিশ জানায়, ওই ঘটনায় ছাত্র দলীয় সাবেক ভিপি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ukbengali

[ad#co-1]

Leave a Reply