ভাগ্যান্বষে দক্ষিন আফ্রিকায় পাড়ি দিয়ে ও নিজ জীবন নিয়ে ফিরতে পারলো না মুন্সিগঞ্জের এক যুবক। আফ্রিকার একটি শহরের নিজ দোকানের ভেতর দুর্বৃত্তদের হাত খুন হয়েছেন এক বাংলাদেশী যুবক। দেশের মুন্সিগঞ্জ শহরের গনক পাড়া এলাকার মো: নাসির উদ্দিন (৩৫) নামের ওই যুবক খুন হয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ২০০৬ সালে ভাগ্য পরিবর্তনের আশায় আফ্রিকায় পাড়ি জমায় নাসির। তার স্ত্রী পান্না বেগম (২৬) জানান, তার স্বামী যুবক নাসির আফ্রিকার বেলকোম শহরের থাকতো। সেখানে তার নিজের একটি দোকান রয়েছে। গেলো শুক্রবার আফ্রিকা থেকে তার স্বামীর বন্ধুরা ফোন করে জানায় দোকানের ভেতর থেকে নাসিরের লাশ পাওয়া গেছে। দুর্বৃত্তরা দোকানের ভেতর তাকে খুন করে ফেলে গেছে। এতে পুলিশ ওই দিন নাসিরের লাশ উদ্ধার করেছে। তবে নাসিরের খুনের ক্লু-সম্পর্কে জানাতে পারেননি স্ত্রী পান্না। নিহত নাসির মুন্সিগঞ্জ শহরের গনকপাড়া এলাকার কাদির হালদারের ছেলে। তার একটি ছেলে রয়েছে।
ukbdnews
[ad#co-1]
Leave a Reply