জান্নাতুল ফেরদোসৗ:
ঘন কুয়াশায় গত কয়েকদিনের মতো গতকাল সোমবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ, ষ্টিমার ও ছোট ছোট নৌযান চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারনে ষ্টিমারসহ ১৬ টি লঞ্চ মেঘনায় আটকা পড়ে ৭/৮ ঘন্টা বিলম্বে গন্তব্যে পৌছে। মিরকাদিম নৌবন্দর সূত্র লঞ্চ, ষ্টিমার আটকে পড়ার বিষয়টি স্বীকার করে জানায়, দক্ষিনাঞ্চল থেকে চাদঁপুর হয়ে ঢাকা এবং চাদঁপুর-মুন্সীগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলো ধীরে ধীরে চলাচল করলেও পথে পথে এসব লঞ্চগুলোকে আটকে থাকতে হয়েছে।
Leave a Reply