মুন্সীগঞ্জে আগুনে পাটের গুদামসহ ৭টি দোকানঘর পুড়ে ছাই

জান্নাতুল ফেরদোসৗ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার গোয়ালভাঙ্গা বাজারে রাতের আধাঁরে এক যুবদল নেতার পাটের গুদামসহ ৭টি দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের যুবদল সভাপতি মোজাম্মেল হোসেনের দোকানঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিয্গো পাওয়া গেছে। এ সময় আগুনের লেলিহান শিখায় একে একে ৭ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গ্রামবাসীরা এগিয়ে আসলে তাদের তৎপরতায় রাতেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা ওই যুবদল নেতার পাটের গুদামে আগুন লাগায়। পরে পাটের গুদাম থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ।

[ad#co-1]

Leave a Reply