জান্নাতুল ফেরদোসৗ: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে গতকাল বুধবার ৩’শ ৪৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসক মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুল প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করা হয়। অন্যদিকে বিজয় দিবসে স্বাধীনতা ও দেশীয় সম্পদের রক্ষার্থে দৃপ্ত শপথ নিয়ে পতাকা মিছিল করেছেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখা। স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে জেলা কমিউনিষ্ট পার্টির শতাধিক নেতাকর্মী ওই শপথ বাক্য পাঠ করে স্মৃতি স্তম্ভের পাদদেশ থেকে পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও মহান বিজয় দিবসে নানা কর্মসূচিতে মুন্সীগঞ্জে উদ্যাপন করা হচ্ছে জাতীর এই বিশেষ দিনটি। ঘন কুয়াশা ঘেরা পরিবেশে তোপধ্বনি ও শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাজলি জ্ঞাপনের মাধ্যমে দিনটি সূচনা হয়। পরে জেলা স্টেডিয়ামে বর্নাঢ্য কোচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[ad#co-1]
Leave a Reply