স র কা র মা সু দ
অনেক উঁচু এক গেট
তার নিচে দাঁড়িয়ে গবেট গীতিকার ভাবে,
গান বেচে ভরবে কি পেট?
অস্বীকার করছি না, জীবনের ফাইটার জেট
গভীর মেঘের তলে গেলে একবার
মেঘ ফুঁড়ে বের হয় বেশ দেরিতে;
পুরনো দিনের প্রেম একাকার জলে-স্খলে, দূরের ফেরিতে!
অনেক উঁচু ওই স্বপ্নঘন গাছ
তার ডালে রুপালি আপেল ঝোপাঝোপা
অনেক গভীরে থাকা মাছখেকো বড় মাছ
বড়শিতে ধরে না ভেবে যাই কলাকোপা!
বড় হৃদয়ের যন্ত্রণা একটাই যে,
তার এত ভালোবাসা কাকে-কাকে দেবে সে;
একজন বসে থাকে ফুল ও পাতায় সেজে,
‘হৃদয়ের অপচয়’ হিসেবীরা বলেছে হেসে!
খাটো প্রেমিকের কান্না কিন্তু মোটেই খাটো নয়
মোটেই হালকা নয় তার দু:খ,
সেই মেয়ে ভালো যার আটপৌরে অভিনয়
চমৎকার; আর আয়না দেখার চোখ সূক্ষ্ম।
[ad#co-1]
Leave a Reply