জান্নাতুল ফেরদোসৗ , মুন্সীগঞ্জ প্রতিনিধি
গজারিয়া উপজেলার রঘুরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার চিনিবাহী কার্গো ট্রলারে ডাকাতিকালে পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত মাহাবুব, জাকির, সাইফুল ও মাছুদ পুলিশের হেফাজতে রয়েছে। অপর ডাকাতরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে।
ঈুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে এমভি ভেনাস নামের একটি কার্গো ট্রলারে করে ৮৮০ বস্তা চিনি নিয়ে নিয়ে শ্রমিকরা চাদঁপুরের পুরান বাজারের অমূল্য বোসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে ১০/১২ জনের ডাকাত দল বিভিন্ন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ওই চিনিবাহী কার্গোতে হামলা চালায়। এ সময় ডাকাতদল কার্গোতে থাকা লোকজনকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নদীতে ফেলে দিয়ে চিনিবাহী কার্গো ট্রলার নিয়ে কুমিল্লার দিকে রওনা হয়। এ সময় টহলরত গজারিয়া পুলিশ মেঘনা নদীতে ঘেরাও করলে অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালাতে চেষ্টা করলে পুলিশ আটক কওে ফেলে। গজারিয়া থানার ওসি এস এম শহিদুল ইসলাম পিপিএম জানান, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা পালানোর সময় ৪ ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় মালিক কতৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে
[ad#co-1]
Leave a Reply