জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকা থেকে গতকাল শুক্রবার এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গামছা মোড়ানো অবস্থায় একটি পরিত্যক্ত বালু ভরাট জমিতে কে বা কারা এই নবজাতকের মরদেহ ফেলে রেখেছে তা কেউ বলতে পারছে না। উদ্ধারকৃত শিশুর মরদেহ মর্গে প্রেরন করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অবৈধ সম্পর্কের ফসল হওয়ায় শিশুটিকে সময়ের আগেই অপারেশনের মাধ্যমে নষ্ট করতে ওই কাজ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল থেকেই গামছা মোড়ানো অবস্থায় কি যেন পড়ে আছে দেখতে পেয়ে মানিকপুর এলাকায় উৎসুক জনতা ভীড় জমিয়ে ফেলে। এক, দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গামছা মোড়ানো অবস্থায় ফেলে রাখা পোটলা থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ বিষয়টি পুরো শহরে ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ নবজাতককে এক নজর দেখতে ভীড় জমায়।
সদর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এটি একটি ভ্রুন হত্যা। ময়নাতদন্তের জন্যনবজাতকের মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।
[ad#co-1]
Leave a Reply