মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ওই ঘটনায় পুলিশ সেলিম হোসেন ও মোকসেদ নামে দু’জনকে গ্রেফতার করেছে। শ্রীনগর থানায় মামলা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তর কোলাপাড়া গ্রামের ইয়াসিন মিয়া ও জব্বার হাজির লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মিজানুর ও জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইয়াসিন ও ইলিয়াসকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply