মুন্সীগঞ্জে বালু বহনকারী জাহাজে ধর্মঘট শুরু

মেঘনা, ধলেশ্বরী, তুরাগ, বুড়িগঙ্গা নদীতে বালুবহনকারী জাহাজ-বলগেট শুক্রবার থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করেছে। এতে এখানকার বালু মহালে বালু কাটা বন্ধ রয়েছে।

বালুর ইজারাদারদের জোর করে বালু কেনানো, বালু না কিনলেও টাকা দিতে বাধ্য করা ও মারধর, মোবাইল ছিনিয়ে নেয়া এবং চাঁদাবাজির অভিযোগে বলগেটের শ্রমিক ও মালিকরা এই ধর্মঘট করছে।

বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এসব অভিযোগ করে বলেন, এই নদীগুলোতে বালুবহনকারী প্রায় এক হাজার বলগেটের ১০ সহস্রাধিক শ্রমিক সকাল থেকে কাজ বন্ধ করে দিয়েছে।

এদিকে সন্ধ্যায় সদরের মুক্তারপুরে নদীর পাড়ে বলগেট নোঙ্গর করে রাস্তায় মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

[ad#co-1]

Leave a Reply