ঢাকা ছাড়লেন পিনাক রঞ্জন

ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রায় তিন বছর কূটনৈতিক দায়িত্ব পালন শেষে গতকাল দুপুরে ঢাকা ছেড়েছেন। তাঁকে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসছেন আরেক বাঙালি রজিত মিটার। তিনি সর্বশেষ ফিলিপাইনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। রজিত মিটার ২৬ ডিসেম্বর ঢাকায় তার কর্মস্থলে যোগ দেবেন বলে সূত্র জানায়।

ভারতীয় বাঙালি পিনাক রঞ্জন চক্রবর্তী ওয়ান ইলেভেনের ঠিক পূর্ব মুহূর্তে ২০০৭ সালের জানুয়ারিতে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ডেপুটি হাইকমিশনার হিসেবে ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ২০০১ সালের নির্বাচন প্রত্যক্ষ করেন এবং হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনও প্রত্যক্ষ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের মুন্সীগঞ্জের লৌহজং থানার কনকশার গ্রামে তার পৈতৃক ভিটে। এ দেশে তার জন্ম।

[ad#co-1]

Leave a Reply