ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ তদন্ত কমিটি গঠন
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ সংবাদদাতা
নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার জনগণ। গত কয়েক মাস ধরে গ্যাসের তীব্র সঙ্কটে অতিষ্ঠ লোকজন গতকাল রবিবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ফতুল্লা থানার কাশীপুর, মাসদাইর, হাটখোলা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী পুরুষ সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে করে সড়কে প্রায় সাড়ে ছয় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
বিক্ষুদ্ধদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে এসে প্রথমাবস্থায় তোপের মুখে পড়েন তিতাসের কর্তা ব্যক্তি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তরা। দুপুরে তাদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক শেষে প্রশাসনের কর্তাব্যক্তিরা অচিরেই গ্যাস সমস্যা সমাধান করা হবে এমন আশ্বাস প্রদান করায় বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনে আটকে পড়া লোকজনকে পোহাতে হয় চরম ভোগান্তি। মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের পণ্যবাহী যানগুলো আটকে থাকে যানজটে।
সমঝোতা বৈঠকে ইউএনও মোতাহার হোসেন, তিতাসের ফতুল্লা আঞ্চলিক অফিসের ম্যানেজার শেখ আবু রায়হান, ওসি জীবন কান্তি সরকার, কাশীপুর ইউপি চেয়ারম্যান মমিন শিকদার ও স্থানীয় এলাকার গোলাম হায়দারের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সাপেক্ষে পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মোক্তারপুর পর্যন্ত সড়কের দুই পাশে গ্যাসের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস সরবরাহ নিশ্চিত করবে।
সকাল সাড়ে ৭টায় আকস্মিকভাবে ফতুল্লা থানার কাশীপুর এলাকার সহস্রাধিক নারী পুরুষ মিছিল নিয়ে কাশীপুরস্থ হাটখোলা জুনিয়র হাই স্কুলের সামনে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অবস্থান নেয়। এলাকাবাসী নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানায়। মুন্সীগঞ্জের মোক্তারপুরসহ আশপাশ এলাকার বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরাও বিক্ষুদ্ধ এলাকাবাসীর সঙ্গে যোগ দেয়। এতে করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে এলাকার মহিলারা ঝাড়ু মিছিল বের করে সড়কে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। সহস্রাধিক লোকের উপস্থিতি থাকলেও কোন যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। বিক্ষুদ্ধদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে এসে প্রথমাবস্থায় তোপের মুখে পড়েন তিতাসের ফতুল্লা আঞ্চলিক অফিসের ম্যানেজার শেখ আবু রায়হান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেন, এএসপি (পুলিশে হেড কোয়ার্টার) শাহেদ আকবর প্রমুখ।
অবরোধ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমিন শিকদার, আমানউল্লাহ, গোলাম হায়দার, নাছিরউদ্দিন নেছার, ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, সুলতানা রিজিয়া, সোনাই বিবি প্রমুখ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। বেলা দেড়টায় অবরোধ তুলে নেওয়ার পর যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিতাস গ্যাসের নারায়ণগঞ্জের আঞ্চলিক অফিসের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমির আহমেদ গ্যাসের সঙ্কটের সত্যতা স্বীকার করে বলেন, নারায়ণগঞ্জে চাহিদা বহুগুন বেড়ে গেছে। ফলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের একাংশে গ্যাসের চাপ কম হচ্ছে। সঙ্কট নিরসনে অচিরেই গ্যাস সংকট সমাধানে ব্যবস্থা নিবেন বলে জানান।
[ad#co-1]
===================================================
অব্যাহত গ্যাস সঙ্কটের কারণে ফুঁসে উঠেছে ফতুল্লাবাসী। গতকাল বৃহত্তর কাশিপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করে। এলাকাবাসীর অবরোধের কারণে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দীর্ঘ ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। বাধ্য হয়ে বেশির ভাগ যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। খবর পেয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগামী ৭ দিনের মধ্যে গ্যাস সঙ্কট সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক থেকে অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের কাশিপুর দেওয়ান বাড়ি, ইউনিয়ন কাউন্সিলের সামনে এবং হাটখোলা মোড় এই ৩টি স্থানে ব্যারিকেড দিয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। এ সময় সাধারণ মহিলারা সড়কের ওই ৩টি স্থানে হোগলা ও পাটি বিছিয়ে বসে পড়ে এবং পুরুষরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, কাশিপুরসহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সঙ্কটের সমস্যা বহু দিনের। এর আগে গত ৯ই আগস্ট একই কারণে এলাকাবাসী ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেছিল। তখন তিতাস গ্যাসের কর্মকর্তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিয়েছিল। তখন জানানো হয়েছিল মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হলে গ্যাস সঙ্কট আর থাকবে না। কিন্তু ওই পাইপ বসানোর পরেও অবস্থার কোন উন্নতি হয়নি। এলাকার গৃহিণীরা অভিযোগ করেন, ভোর থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস না থাকার কারণে তারা দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন। ছেলে-মেয়েদের তারা ঠিকমতো খাবার দিতে পারছেন না। শুধু তাই নয়, গ্যাসের জন্য মহিলাদের রাত জেগে অপেক্ষা করতে হয়। গ্যাস সঙ্কটের কারণে তাদের এক বেলা রান্না করে ৩ বেলা খেতে হচ্ছে। এলাকার অবস্থা সম্পন্নরা গ্যাস সঙ্কটের কারণে এলপি গ্যাস ব্যবহার করছেন। দীর্ঘদিন এই এলাকার মানুষ গ্যাস না পেলেও তাদের মাসে মাসে ঠিকই গ্যাস বিল দিতে হচ্ছে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শাহেদ আকবর, ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার এবং তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক শেখ আবু রায়হান ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী সমস্যা সমাধানের আগে অবরোধ তুলে নেয়া হবে না বলে ঘোষণা দেয়। অবস্থা বেগতিক দেখে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিলেও সমস্যা সমাধান না হলে আবারও সড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেয়।
গ্যাস সঙ্কটের নেপথ্যে
এলাকাবাসীর অভিযোগ- তিতাস গ্যাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী অবৈধ লেনদেনের মাধ্যমে আবাসিক সংযোগ থেকে বিভিন্ন শিল্প-কল কারখানায় গ্যাস সংযোগ প্রদানের কারণেই দীর্ঘদিন ধরে বৃহত্তর কাশিপুর এলাকায় গ্যাস সঙ্কট হচ্ছে। আর এ কারণে এ এলাকার লক্ষাধিক লোক অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছে। মূলত আবাসিক এলাকার সংযোগ থেকে শিল্প কারখানায় চোরাই সংযোগ দেয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসীর দাবি।
এলাকাবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক শেখ আবু রায়হান জানান, আজ থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই অবৈধ ও চোরাই সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন করার কাজ শুরু করা হবে। আর এ জন্য কাশিপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নিয়ে চোরাই লাইন অনুসন্ধানের কাজ শুরু হবে।
[ad#co-1]
Leave a Reply