মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।
গ্রামবাসী জানায়, একটি হত্যা মামলার কারণে দীর্ঘদিন গ্রামের বাইরে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার জামাল সরকারের লোকজন। গতকাল বিকালে তারা গ্রামে ফিরে এলে স্থানীয় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন দেওয়ানের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
[ad#co-1]
Leave a Reply