কাজী দীপু, মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার বীরতারা এলাকায় সুমিত চন্দ্র মণ্ডল (০৭) নামের এক শিশু দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। গতকাল রোববার পুলিশ বীরতারা চারিগাঁওয়ের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
গত শনিবার বিকালে চারিগাঁও মন্দিরে একনাম কীর্তন শুনতে গিয়ে নিখোঁজ হয় সুশীল চন্দ্র মন্ডলের ছেলে সুমিত। রাতভর খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি।
গতকাল গ্রামবাসীর খবর পেয়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মন্দিরকে কেন্দ্র করে এখানকার হিন্দু সম্প্রদায় দুভাগে বিভক্ত। তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তার কারন উদঘাটিত হয়নি।
ঠাকুরগাঁওয়ে ডায়ারিয়া ও ঠাণ্ডায় ২ জনের মৃত্যু
আসাদুজ্জামান শামীম, ঠাকুরগাঁও: ঠাকুগাঁওয়ে ঘনকুয়াশা ও ঠাণ্ডায় গত কয়েকদিনে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। এতে ডায়ারিয়া ও ঠাণ্ডাজনিত রোগে ২ জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও গ্রামের লক্ষী রায়ের স্ত্রী পার্বতী রানী (৩০) ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে গতকাল রোববার সকালে মারা যান।
অপরদিকে চিলারং গ্রামের সমশের আলী (৭০) ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান গত শনিবার বিকেলে।
[ad#co-1]
Leave a Reply