মুন্সীগঞ্জে বালু শ্রমিকদের বিক্ষোভ : থানা ঘেরাও

মুন্সীগঞ্জে কার্গো-ভলগেট-বাল্কহেড বোট ধর্মঘট অব্যাহত রয়েছে। পঞ্চম দিনের মতো ওই ধর্মঘট চলছে। নদীপথের অন্তত ৫০ পয়েন্টে চাঁদাবাজদের শিকার ও মারধরের প্রতিবাদে এবং মেঘনা-ধলেশ্বরী-বুড়িগঙ্গা চাঁদাবাজ মুক্ত রাখার দাবিতে ক্ষুব্ধ হয়েছে কয়েক হাজার বালু শ্রমিক। মঙ্গলবার ধর্মঘটী বালু শ্রমিকরা ধলেশ্বরী নদীর পাড়ে মুন্সীগঞ্জের মুক্তারপুরে সমাবেশ করেছে। এদিকে বিকেলে মুন্সীগঞ্জ সদর থানা ঘেরাও করে শ্রমিকরা। এ সময় তারা নদীপথের চাঁদাবাজ-সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে।

==================================================

মুন্সীগঞ্জে থানা ঘেরাও করেছে বালু শ্রমিকরা

কাজী দীপু, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে ৫ দিন ধরে কার্গো-ভলগেট-বাল্কহেড বোট ধর্মঘট অব্যাহত রয়েছে। নদী পথের অন্তত ৫০ পয়েন্টে চাঁদাবাজদের শিকার ও মারধরের প্রতিবাদে এবং মেঘনা-ধলেশ্বরী-বুড়িগঙ্গা চাঁদাবাজমুক্ত রাখার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের কয়েক হাজার বালু শ্রমিক। গত মঙ্গলবার বিকেলে ধর্মঘটী বালু শ্রমিকরা ধলেশ্বরী নদীর পাড়ে মুন্সীগঞ্জের মুক্তারপুরে প্রতিবাদ সমাবেশ করেছে। শহরে তারা বিক্ষোভ প্রদর্শন ও সদর থানা ঘেরাও করে। শহরের উপকন্ঠে মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে সহস্রাধিক বালু শ্রমিক নদী পথে চাঁদাবাজি বন্ধের দাবিতে সমাবেশ করে। এতে নিরাপদ ও চাঁদাবাজমুক্ত নদী পথের জন্য মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে জোড়ালো দাবি করেছেন বালু শ্রমিকরা। পরে বালু শ্রমিক নেতা ইব্রাহিম খলিলের নেতৃত্বে ২ সহস্রাধিক শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর ও শহরতলীর মুক্তারপুর-সুপার মার্কেট রোড, শহরের প্রধান সড়ক, জুবলী রোড ও জেলা প্রশাসক কার্যালয়ের রোড প্রদক্ষিণ করে। পরে সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা ঘেরাও করে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশের কাছে নদীতে বিভিন্ন বালু মহালের সিন্ডিকেটের দ্বারা নির্যাতনের প্রতিকার চেয়েছেন। তারা নদী পথের চাঁদাবাজ-সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন।

[ad#co-1]

Leave a Reply