জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
শ্রীনগর উপজেলার কামারগাওঁ গ্রামে চাউল ব্যবসায়ী ও এক প্রবাসীর বাড়ীতে ডাকাতি করে যাবার পথে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ৪ জন আহত হয়েছে। তবে ডাকাতদল ৪০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও জনতা ব্যাংকের ১২ লাখ টাকার একটি ডিডি লুটে নিয়ে গেছে। সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত দেড় ঘন্টা সময়ের মধ্যে এ ঘটনা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ডাকাতদল প্রথমে কামারগাওঁ গ্রামের চাউল ব্যবসায়ী লিটন বেপারীর বাড়ীতে হানা দেয়। এ সময় ডাকাতদল ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী লিটন বেপারী, তার স্ত্রী শাহিদা বেগম,ছেলে সানি ও আরিফ রক্তাক্ত জখম করে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও জনতা ব্যাংকের ১২ লাখ টাকার একটি ডিডি লুটে চলে যায়। পথেমধ্যে শ্রীনগর থানা পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্যদিকে গতকাল ভোরে একই গ্রামের প্রবাসী হাসান সরদারের বাড়ীতে একদল ডাকাত প্রবেশ করে ওই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেয় বলে জানা গেছে। শ্রীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
[ad#co-1]
Leave a Reply