সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় লক্ষ করে বুধবার বিকালে ঢিল ছুড়েছে দুই দুষ্কৃতকারী। এতে কার্যালয়ের একটি কাচ ভেঙেছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অবশ্য তখন কার্যালয়ে ছিলেন না। বিকাল সোয়া ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটর সাইকেলে এসে দুজন ঢিল ছুড়ে যায় বলে পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন ঢিল ছুড়েই পালিয়ে যায়। তাদের ধরা যায়নি।”
ঢিলে জানালার একটি কাচ ভেঙেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ছিলেন বোরখা পরা তরুণী।
তিনি বলেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
এ বিষয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শাহবাগ থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি।
[ad#co-1]
Leave a Reply