জান্নাতুল ফেরদোসৗ , মুন্সীগঞ্জ প্রতিনিধি
এখনো ছেলে হরিকে খুজে বেড়ায় মা অঞ্জলী রানী বাড়ৈ। বুকের ভেতর একটা পাথর চাঁপা কষ্ট। জীবিত না পেলেও ছেলের লাশের সৎকার করতে চায় তার মা। তাই লাশটা এনে দেয়ার জন্য স্বারষ্ট্র সচিবের কাছে প্রায় দু’মাস আগে আবেদন করেছিল অঞ্জলী রানী। কিন্তু কোথাও নেই তার ছেলের খোঁজ। ছেলের নিখোঁজের ৭ দিন পরে আব্দুল্লাহপুর পাইকপাড়া খালে ওই মায়ের ছেলের বয়সী একটি লাশ পুলিশ উদ্ধার করে।
এসিডে ঝলসানো লাশটি শনাক্ত দুরুহ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই পুলিশ লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করে। কিন্তু মায়ের প্রশ্ন ওইটা তার ছেলে হরি হলে তো ওকে কবর নয় সৎকার করতে হবে। লাশটি শনাক্ত করা আজো হয়নি। পুলিশ বলেছিল ডিএনএ টেষ্ট করাবে। এতে মা অঞ্জলী রানীর মন বলে- তবু যদি হয় ওটাই হরি। ডিএনএ টেষ্টের দাবী করেন স্বরাষ্ট্র সচিবের কাছে। গতকাল বুধবার মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন মা অঞ্জলী। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের অঞ্জলী রানী ও গরি শংকর বাড়ৈয়ের একমাত্র ছেলে হরি নারায়ন বাড়ৈ (১২) গত ১ অক্টোবর নিখোঁজ হয়। এক সপ্তাহ পরেই হরির বয়সী এসিডে ঝলসানো লাশ উদ্ধার হলে মায়ের কান্নার মাঝে ছেলের লাশতো পাওয়া গেছে। কিন্তু না লাশটি শনাক্ত করার অভাবে আজো ফিরে আসেনি অঞ্জলী মায়ের বুকের ধন হরি। বাবা গরি শংকর বাড়ৈ জানান, গ্রামের স্বদেব রাজ বংশী নামের এক মাদবর তার স্ত্রীকে কুপ্রস্তাব দিলে ওই মাদবরকে জুতা ছুড়ে মারে স্ত্রী অঞ্জলী। তখন ওই মাদবর হুমকি দেয় সারা জীবনের ধন কেড়ে নিবে। তবে কি ছেলে হরি খুন হয়েছে। এখন মা অঞ্জলীর চান ছেলের লাশ আর খুজে বের করা হউক খুনিদের।
[ad#co-1]
Leave a Reply