পদ্মায় নাব্যতা সংকটে মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরী চালাচল বন্ধ হয়ে গেছে

জান্নাতুল ফেরদোসী মুন্সীগঞ্জ প্রতিনিধি
শুষ্ক মৌসুমেও প্রমত্ব পদ্মায় নাব্যতা সংকটের কারনে গতকাল বৃহস্পতিবার মাওয়া-মঙ্গলমাঝি নৌরুট বন্ধ ঘোষনা করা হয়েছে। এরফলে মাওয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে শরীয়তপুর জেলার যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়েছে । বুধবার রাতে পদ্মার মাঝ নদীতে দু’বার রো-রো ফেরী শাহ মকদুম আটকা পড়ে ডুবোচরে।

মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, পদ্মায় নব্যাতা সংকট প্রচন্ড আকার ধারন করেছে। টার্নিংয়ে পানি কম থাকায় এখন মুন্সীগঞ্জের লৌহজংয়ের পালেরচর ঘুরে ফেরী চলছে। এতে অতিরিক্ত ৩-৪ কিলোমিটার এলাকা পথ ঘুরে যেতে হচ্ছে ফেরীগুলো।

বিআইডব্লিউটিসির বানিজ্য শাখার ম্যানেজার শেখর চন্দ্র দাস জানান, গত কয়েকদিন ধরেই মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের মঙ্গলমাঝি ফেরীঘাটের মধ্যে ফেরী যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। গতকাল থেকে মাওয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে।

[ad#co-1]

Leave a Reply