শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহণ করছেন রবিউল আউয়াল
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছেন শেখরনগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল। সৈয়দ মোজাম্মেল হোসেন শিক্ষাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার-২০০৯ বিতরণ উপলক্ষে গত রোববার এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়।
কুসুমপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম। সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আবদুস সাত্তার। চেয়ারম্যান কামাল চৌধুরী, আলী আহম্মেদ হাওলাদার, আবদুর রহমান মনি প্রমুখ এ সময় উপস্খিত ছিলেন। রবিউল আউয়াল দীর্ঘ ২৮ বছর ধরে শিক্ষাদানে রত। রবিউল আউয়াল উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক।
[ad#co-1]
Leave a Reply