সিরাজদীখান থানার ওসিকে অপসারণের দাবিতে ঢাকায় মানববìধন

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সিরাজদীখান থানার ওসিকে অপসারণ দাবিতে গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে মানববìধন করে এলাকাবাসী। একই সাথে তারা ওসি’র সহযোগী এক এসআই’রও অপসারণ দাবি করেন।
মানববìধনকালে তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর সìধ্যায় কেরানীগঞ্জ ধলেশ্বরী নদীতে বালুভর্তি বলগেটের ধাক্কায় যাত্রিবাহী একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়। এতে ট্রলারের যাত্রী দিদার নিখোঁজ হয়। তিন দিন পরে নদীতে তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় বালুভর্তি বলগেটের বিরুদ্ধে মামলা না নিয়ে একমাস পর উল্টো ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ইকবাল, আবু হোসেন, ট্রলার চালক শাহ আলমের নামে সিরাজদীখান থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা আড়াল করে সিরাজদীখান থানার ওসি মতিউর রহমান ও এসআই হাসিম মোটা অঙ্কের ঘুষ নিয়ে বলগেট মালিকদের যোগসাজশে যাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

[ad#co-1]

Leave a Reply