কাজী দীপু, মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার ওয়াবদা খাল ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করে দখল করে চলছে দুর্বৃত্তরা। উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুলের নেতৃতে দুর্বৃত্তরা খাল ভরাটের ওই মহোৎসবে মেতে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে মনির হোসেন মিতুল জানিয়েছেন ভাগ্যকুল গ্রামের হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের আর্থিক সহযোগিতার নামে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে ওই খালে বালু ভরাট কাজ চলছে। তবে ওই বালু ভরাট করে ওয়াবদা খাল ভরাটের কোনো অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। শ্রীনগর নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা বলেন, ওয়াবদা খাল ভরাটের জন্য কোন অনুমতি দেয়া হয়নি। হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের সহযোগিতার জন্য বালু ভরাট করার প্রশ্নই উঠে না।
[ad#co-1]
Leave a Reply