রাবেয়া খাতুনের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

মুহাম্মদ জাহাঙ্গীর:
রাবেয়া খাতুনের সঙ্গে কবে ও কীভাবে পরিচয় হয়েছিল তা মনে পড়ে না। তবে সময়টা ছিল স্বাধীনতার পর পর। আমরা কয়েকজন বন্ধু তখন বিটিভির ডিআইটি স্টুডিওতে নানা রকম টিভি অনুষ্ঠান করি। আলী ইমাম, আল মনসুর, সাইদুল আনাম টুটুল তাদের মধ্যে প্রধান। তখন রাবেয়া খাতুনের কিশোর ছেলে ফরিদুর রেজা সাগরও টিভি অনুষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছে। সাগর বয়সে আমাদের ছোট হলেও তার সঙ্গে একধরনের øেহ-প্রীতির সম্পর্ক তখনই গড়ে ওঠে। তবে টিভি অনুষ্ঠানের চেয়ে আমাদের মধ্যে বেশি গল্প হতো সাগরদের পারিবারিক ব্যবসা ‘খাবার দাবার’ (পিঠাঘর) নিয়ে। স্টেডিয়ামের দোতলায় আমাদের বন্ধু আহমেদ মাহফুজুল হকের বইয়ের দোকান ‘সুবর্ণ’। সেখানেও আমাদের আড্ডা বসত। আড্ডা বসত পিঠাঘরেও। আমি তখন দৈনিক বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার। নানা রকম রিপোর্ট ও ফিচার লিখি। খাবার দাবার দোকান, সাগরের বাবা ফজলুল হক উদ্ভাবিত ‘বাংলা ঘড়ি’ ইত্যাদি নিয়ে ফিচার লিখেছি। ঢাকায় এই পিঠার দোকান সে সময় খুবই ব্যতিক্রমী ব্যবসা ছিল।

টিভি অনুষ্ঠান, সাংবাদিকতা আর পিঠাঘরে আড্ডা দিতে দিতে সাগরদের পুরো পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম। সেই ঘনিষ্ঠতা এখনো বজায় রয়েছে।

তখন সাগরদের বাসা ছিল বাসাবোতে। আমরা মাঝে মাঝেই যেতাম। বাসায় যাওয়ার সুবাদে রাবেয়া খালার øেহ লাভ করি। এখনো খালার øেহ ও প্রশ্রয় পেয়ে আসছি। বাসাবোর বাসায় বহুবার গিয়েছি। পরিবারের সকলের সঙ্গেই তখন আমার ঘনিষ্ঠতা হয়েছে। সাগর তো ছিলই। এছাড়াও প্রবাল, কেকা, কাকলীÑ সকলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে তাদের কৈশোরে। বাসাবোর বাসায় জম্পেস খাওয়া-দাওয়া হতো। মনে হয় কেকা তখন থেকেই রান্না বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন সফল হয়েছে।

রাবেয়া খাতুনের লেখালেখির সঙ্গে পরিচয় আমার স্কুল জীবন থেকে। আমার ছোটআপা বাসায় বেগম পত্রিকা রাখতেন। তখন সেও স্কুলে পড়ত আমার কিছু ওপরে। বেগম পত্রিকা পড়েই আমার পত্রিকা পড়ার অভ্যাসের সূচনা। তখন রাবেয়া খালা প্রায়শ বেগমে লিখতেন। বিশেষ করে বিশেষ সংখ্যাগুলোতে। ঐ বয়সে গল্প উপন্যাস কতটা বুঝতাম জানি না। তবে পড়তে বেশ আনন্দ পেতাম, মনে পড়ে। ১৯৬৫-র পাক-ভারত যুদ্ধের পটভূমিতে লেখা ও বেগমে প্রকাশিত কিছু গল্প, উপন্যাস আমাকে তখন বেশ আনন্দ দিয়েছিল। কিশোর বয়সে পড়া সেই ঔপন্যাসিক রাবেয়া খাতুনের সঙ্গে একদিন পরিচয় হবে, ঘনিষ্ঠতা হবেÑ তা ভাবতেই পারিনি। কিন্তু জীবন এরকমই। পরে রাবেয়া খাতুনের নানা লেখা পড়েছি। খুব বেশি পড়েছি এমন দাবি করতে পারব না। এখন বয়স বাড়ার সঙ্গে গল্প উপন্যাস পড়ার উৎসাহ আগের চেয়ে অনেক কমে গেছে। এখন পড়তে বেশি ভালো লাগে আত্মজীবনী ও ভ্রমণ কাহিনী। আর বাংলাদেশে মনে হয় রাবেয়া খাতুনই বেশি ভ্রমণ কাহিনী লিখেছেন। তার ভ্রমণ কাহিনী যেখানেই পাই আমি পড়ে ফেলি। পৃথিবীর নানা দেশে বেড়ানোর খুব শখ আমার। কিন্তু সেই সুযোগ বা সামর্থ্য কোথায়? তাই ভ্রমণ কাহিনী পড়ে দুধের স্বাদ ঘোলে মেটাই। রাবেয়া খাতুনের প্রতি পাঠক হিসেবে আমি কৃতজ্ঞ। কারণ তার লেখা ভ্রমণ কাহিনী আমাকে অদেখা নানা দেশ দেখার আনন্দ দেয়।

রাবেয়া খাতুন আমাদের সাহিত্য জগতে একটি বিশিষ্ট নাম। তিনি মোটেও ‘মহিলা লেখক’ নন। তিনি একজন বড়মাপের কথাশিল্পী। তার মতো একজন কৃতী কথাশিল্পীর øেহ আমি লাভ করেছিÑ একথা ভাবতেই ভালো লাগে। জš§দিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।

[ad#co-1]

Leave a Reply