মুন্সীগঞ্জের সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন না থাকলেও সেখানে হরহামেশা বিয়ের আয়োজন হচ্ছে। গত শুক্রবার সেখানে এক বিয়ের অনুষ্ঠান করা হয়েছে বেশ ধুমধামে। নারায়ণগঞ্জের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন আহমেদের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিলের সঙ্গে মুন্সীগঞ্জ শহরের ব্যবসায়ী মোহাম্মদ আলীর মেয়ে কানিজ ফাতেমা সানির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় সুইমিংপুলটিতে।
প্রায় কোটি টাকা ব্যয়ে বিএনপি ক্ষমতাসীন থাকার মধ্যবর্তী সময়ে জেলার সার্কিট হাউস সংলগ্ন স্থানে সুইমিংপুলটি নির্মিত হয়। নির্মাণের পর সেখানে কোনো সাঁতার প্রতিযোগিতা হয়নি। অথচ একটি সিন্ডিকেট সুইমিংপুলটি ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছেন।
এ প্রসঙ্গে বর্তমানে সুইমিংপুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা গোলাম সারোয়ার ফারুক বলেন, তাদের কাছ থেকে ভাড়া নিয়েই ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে মুন্সীগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ আলীর মেয়ে ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলের ওই বিয়েতে সুইমিংপুলটি কতো টাকায় ভাড়া নেয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি। তথ্যসূত্র : আইএনবি
[ad#co-1]
Leave a Reply