জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া নামক স্থানে গতকাল শনিবার দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৫জন আহত হয়েছে। ঢাকাগামী মহানগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইলিশ পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে পাশাপাশি সংর্ঘেষ নাসির তালুকদার(২৬) নামে মহানগর পরিবহনের যাত্রী নিহত হয়। এসময় উভয় বাসের অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, বাস দুটি একে অপরকে টেক্কা দিতে গিয়ে এ দুর্ঘটনার সৃষ্টি করেছে। বাস দুটো আটক করা হয়েছে। উভয় বাস চালক পলাতক রয়েছে।
[ad#co-1]
Leave a Reply