মুন্সীগঞ্জে শিশুপুত্র হত্যার প্রতিবাদে গ্রামবাসীর থানার সামনে অবস্থান কর্মসূচী-বিক্ষোভ

জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চারিপাড়া গ্রামের প্রবাসীর শিশুপুত্র সুমিত চন্দ্র মন্ডল (৭) হত্যাকান্ডের প্রতিবাদে শ্রীনগর থানার সামনে গ্রামবাসীর অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এছাড়া শ্রীনগর থানা পুলিশ শিশু হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার সকালে চারিপাড়া গ্রামবাসীর ব্যানারে শত শত মানুষ মুন্সীগঞ্জের শ্রীনগর থানানর সামনে এক ঘন্টা অবস্থান করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হলে শ্রীনগরের চক বাজার, ছনবাড়ি চৌরাস্তা প্রদক্ষিন করে ঝুমুন সিনেমা হলে এসে শেষ হয়।

এদিকে পুলিশ এদিন মিজয় মন্ডল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে। তাকে থানা হেফাজতে ব্যপক জিঞ্জাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর রাতে লিবিয়া প্রবাসী সুশীল চন্দ্র মন্ডলের ছেলে সুমিত চন্দ্র মন্ডল দুর্বৃত্তদের হাতে খুন হয়। পরের দিন তার লাশ উদ্ধার করে পুলিশ।

[ad#co-1]

Leave a Reply