উপজেলার টেংগুরীয়াপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে পল্লীবিদ্যুতের মালামালসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হাছান কোল্ড ষ্টোরেজের বিপরিত পাশে ইছামতি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় মোঃ ছাদেক বেপারী, লিটন মিয়া, মোঃ রিপন মিয়ার কাছ থেকে ১১ বান্ডেল ট্রান্সফরমারের কোর ও ছয়টি তাতের কয়েলসহ গ্রেপ্তার করেছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। জানা যায়, আটককৃতরা বরিশাল থেকে চুরির এসব মালামাল এনে সিরাজদিখানে ব্যবসা চালাচ্ছিল। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply