নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভির বাড়িতে দিনে দুপুরে চুরি

মজিবুল হক পলাশ হ নারায়ণগঞ্জ থেকে: শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভির বাড়িতে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মেয়রের ছোটভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বলের ফ্ল্যাট থেকে নগদ দেড় লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এলাকাবাসী এক চোরকে আটক করে পুলিশের হাতে দিয়েছে। তার নাম রবিন দেওয়ান। সে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের শফিক দেওয়ানের ছেলে। আরেক চোর পালিয়ে যায়।

Leave a Reply