মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে র্যাবের হাতে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় গতকাল শুক্রবারও কোনো মামলা করা হয়নি। বিপুল পরিমাণের পণ্য আনার পেছনে কাদের হাত থাকতে পারে সেই ক্লু উদ্ঘাটন করতে পারেনি র্যাব। আটক বিদেশি শাড়ি, শার্ট, প্যান্ট ও থ্রিপিসের গণনার কাজ চলছে। সিজার লিস্ট চূড়ান্ত হলেই র্যাব মামলা দায়েরের প্রস্তুতি নেবে বলে জানা গেছে।
আটক পণ্যবাহী এমভি রকি-রাকা নামীয় জাহাজের গ্রেফতারকৃত তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। সিরাজদিখান থানা পুলিশ জানায়, থানার ভেতরে আটক পণ্যসামগ্রীর গণনা বুধবার সন্ধ্যায় শুরু হলেও গতকাল শুক্রবার সন্ধ্যা নাগাদও তা শেষ হয়নি। গণনার পর র্যাব সিজার লিস্ট করবে। তারপরেই মামলা করা হবে বলে সিরাজদিখান থানার এসআই মুশফিকুর রহমান জানিয়েছেন।
জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় গত বুধবার দুপুরে ধলেশ্বরী নদীতে এমভি রকি-রাকা নামীয় পণ্যবাহী জাহাজ আটক করে র্যাব-১১। পরে তলল্গাশি চালিয়ে জাহাজ থেকে ৬ কোটি টাকা মূল্যের ওই ভারতীয় পণ্যসামগ্রী আটক করা হয়।
[ad#co-1]
Leave a Reply