জান্নাতুল ফেরদোসৗ মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে গ্রেফতারকৃত ৪ যুবককে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে৷ বালু উত্তোলনের ১ টি ড্রেজার ও ২ টি ভলগেট আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার সকালে নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযুক্ত তসলিম, রাজন, সুমন ও শাহ জালালকে সদর থানা পুলিশ মুন্সীগঞ্জ চীফ জুযিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করে৷ পরে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়৷ বুধবার বিকেলে মুন্সীগঞ্জের চারঞ্চলের চরঝাপটা গ্রামের মেঘনা নদীতে অবৈধ বালু কাটার সময় পুলিশ এদেরকে গ্রেফতার করে৷ এ সময় পুলিশ বালু উত্তোলনের ১ টি ড্রেজার ও ২ টি ভলগেট আটক করেছিল৷ এ ঘটনায় বুধবার দিবাগত রাতে সদর থানায় গ্রেফতারকৃত ৪ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷
[ad#co-1]
Leave a Reply