মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনসহ একাধিক স্কুলে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯৭টি পদের বিপরীতে ৩ হাজার ৮৪ জন অংশ নেয়। অভিযোগে জানা যায়, মুন্সীগঞ্জে দুদিন আগে পরীক্ষার প্রশ্নপত্র আসায় সিভিল সার্জন অফিসের একটি সিন্ডিকেট ওই প্রশ্নপত্র তাদের নিজস্ব পরিক্ষার্থীদের কাছে ফাঁস করে দেয়।

এ নিয়ে গতকাল দিনভর গুঞ্জন চলে। তবে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সাজ্জাদ হোসেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, বুধবার প্রশ্নপত্র আসলেও তা গতকাল পরীক্ষা শুরুর আগে তা খোলা হয়।

[ad#co-1]

Leave a Reply