টো কি ও
জেলহত্যা দিবস স্মরণে জাপান প্রবাসী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজধানী টোকিও শহরে। এ নিয়ে বিস্তারিত লিখেছেন রাহমান মনি
বঙ্গবন্ধু পরিষদ জাপান : জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ জাপান ১ নবেম্বর টোকিওর আকাবানে বিভিও হলে এক আলোচনাসভা এবং আলোচনা শেষে আর্ট ফিল্ম নির্মাতা, অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত, বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের বিশেষ ডকুমেন্টারি ‘তাজউদ্দীন আহমেদ An Unsung Hero (নিঃসঙ্গ সারথি)’ প্রদর্শন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি সেখ এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল এবং বিশেষ অতিথি ছিলেন FCCJ সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মনজুরুল হক এবং প্রফেসর NIWA KYOKO বক্তব্য রাখেন কাজী ইনসান, মাহমদ রবি চৌধুরী, রফিক উদ্দীন ফরাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান।
আলোচনা পর্ব শেষে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে ‘তাজউদ্দীন আহমেদ (নিঃসঙ্গ সারথি)’ প্রদর্শন করা হয়। প্রদর্শন শেষে নির্মাতা তানভীর মোকাম্মেল দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সব শেষে দর্শকদের মন্তব্য ও স্বাক্ষর সংবলিত সম্মাননা সনদ প্রবাসীদের পক্ষ হতে মনজুরুল হক নির্মাতার হাতে তুলে দেন।
বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা : জেলহত্যা দিবসে ৩ নবেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা টোকিওর ইতাবাসী গ্রীন হলে এক আলোচনাসভা এবং সভা শেষে আবদুল গাফ্ফার চৌধুরীর ‘পলাশী থেকে ধানম-ি’র প্রদর্শনের আয়োজন করে।
কাজী মাহফুজ লালের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পিআর প্লাসিড, পিবি সরকার, কাজী ইনসানুল হক, বেলায়েত হোসেন লিটন, বাদল চাকলাদার, মোল্লা মোঃ জাহাঙ্গীর, বিএম শাজাহান, মাজহারুল ইসলাম, সেলিম আহমেদ, মোতাহার হোসেন, বজলুর রহমান, মোল্লা মোঃ অহিদুল্যা ও অন্যরা। আলোচনাসভা পরিচালনা করেন খন্দকার আসলাম হীরা।
আলোচনা শেষে স্বল্পদৈর্ঘ্য ছবি, গাফ্ফার চৌধুরী কর্তৃক নির্মিত ‘পলাশী থেকে ধানম-ি’ প্রদর্শন করা হয়।
জাপান আওয়ামী লীগ : জেলহত্যা দিবস স্মরণে জাপান আওয়ামী লীগ ৮ নবেম্বর টোকিওর আকাবানে বিভিও হলে আলোচনাসভার আয়োজন করে। সভাপতি এস এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন এ কে এম ফারুকুল ইসলাম লিটন, জসীম উদ্দিন, জয়, সরদার নুরুল আমীন, সাগর সিকদার, বদরুল বোরহান, রফিকুল ইসলাম ফরাজী, সহিদুল ইসলাম, মিজানুর রহমান ও আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মাহমদ রবি চৌধুরী।
বক্তারা বলেন, জেলখানা হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান। রাতের অন্ধকারে কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চিরভাস্বর হয়ে থাকবে। প্রবাসী সরকার গঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা ও সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য জাতি এই চার নেতাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। জেলহত্যাকে শুধুই হত্যাকা- বললে ভুল হবে, এই হত্যাকা- ছিল জাতিকে চিরদিনের জন্য নেতৃত্বশূন্য করা। এখন সময় এসেছে এই হত্যাকা-ের পুনর্তদন্তসহ অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এটা এখন সময়ের দাবি। তাহলেই কেবল জাতীয় এই চার নেতার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে এবং জাতি কিছুটি হলেও কলঙ্কমুক্ত হবে।
rahmanmoni@gmail.com
[ad#co-1]
Leave a Reply