পদ্মা সেতু: ক্ষতিগ্রস্ত জনসাধারণ এনজিও তৎপরতার বিরোধী

পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) নামে একটি এনজিও-কে চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা ওই এনজিও-র মাধ্যমে পুনর্বাসিত হতে চাচ্ছে না। কেননা এরইমধ্যে এনজিওটির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মে জড়িয়ে পরার অভিযোগ উঠেছে। মাওয়া মৎস্য ঘাটের ব্যবসায়ী উত্তম জানিয়েছেন, সিসিডিবি’র কর্মকর্তারা প্রথম কয়েক দিন এসে তাদের নামের তালিকা করে নিয়ে গেছে। সে সময় তারা একটি কমিটি গঠন করার কথা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের আর দেখা যায়নি। তার অভিযোগ, সংস্থার কর্মকর্তারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভূক্ত না করে অনেক ভূয়া ব্যক্তিকে তালিকায় অন্তর্ভূক্ত করছেন। এছাড়া পুনর্বাসন এলাকায় জমি পাইয়ে দেয়ার নামে বিভিন্ন ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

তালিকা তৈরির কথা স্বীকার করেছেন সিসিডিবি মুন্সীগঞ্জ জেলা শাখার ম্যানেজার পিটার এস রতœা। তিনি বলেন, তিন জেলাতেই তারা পৃথকভাবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় গণ্যমান্যদের সাথে কথা বলে একটি তালিকা তৈরীর কাজ শুরু করা হয়েছে। তালিকা সম্পূর্ণ হয়ে গেলে তা সেতু কর্তৃপক্ষের কাছে জমা দিবেন বলেও জানান। নিজেদের কার্যক্রম সম্বন্ধে তিনি আরো জানান, পদ্মা সেতুর অধিগ্রহণকৃত জমির প্রকৃত বাজার দর নিশ্চিত করতেই সিসিডিবি-কে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, পদ্মা সেতু বাস্তবায়নে সরকার অধিগ্রহণ ও হুকুম দখলের মাধ্যমে তিন জেলা থেকে (মুন্সীগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর) ১০৭০ দশমিক ৭৭ হেক্টর জমি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব জমির দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯৮ সালের স্থানীয় বাজার দর অনুযায়ী। সে অনুযায়ী সরকার মুন্সীগঞ্জ জেলার প্রতি শতাংশ জমির অনুকুলে গড়ে এক লাখ ১০ হাজার তিনশ ৩৮ টাকা, মাদারীপুরের প্রতি শতাংশ জমির অনুকুলে ৫৫ হাজার ৩৪ টাকা এবং শরিয়তপুরের প্রতি শতাংশ জমির অনুকুলে ১৫ হাজার তিনশ ৫৫ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু ৯৮ সালের জমির বাজার দরে বর্তমান বাজার দরের বিশাল পার্থক্য রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা জানান, সরকার কোন ধরনের বিচার-বিশ্লেষণ না করেই জমির দাম নির্ধারণ করেছেন।

স্থানীয়দের এসব অভিযোগ মেনে নিয়ে সরকার বর্তমান বাজার দরের পৃথক একটি তালিকা তৈরি করেছেন। এবং সেই দর প্রদান করার দায়িত্ব সিসিডিবি নামের ওই এনজিওটিকে দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জের কুমারভোগ ক্ষতিগ্রস্ত পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর জানিয়েছেন, তাদের সমিতির প্রায় সাড়ে চার হাজার সদস্য এনজিও-এর কাছ থেকে পুনর্বাসনের টাকা পেতে চান না। কারন হিসেবে তিনি জানান, সমিতির এক কর্মকর্তা তাদের বেশ কয়েক জন সদস্যের কাছ থেকে পুনর্বাসনের টাকা ও পুনর্বাসনের জমি পাইয়ে দেয়ার নামে টাকা নিয়েছে। তাছাড়া এসব এনজিও-এর কাছ থেকে পৃথকভাবে টাকা পেতে তাদের আরো দুর্ভোগ পোহাতে হবে বলেও মনে করছেন তিনি।

আলী আকবরের অভিযোগেরই যেন প্রতিধ্বনি করলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা। তিনি অতীত অভিজ্ঞতা থেকে বলেন, এসব এনজিও-কে দায়িত্ব দেয়ার ফলে পুনর্বাসন কার্যক্রমে অনেক অব্যবস্থাপনা ও অনিয়মের সুযোগ থাকে। তারা বাড়তি অর্থ লুফে নিতে নামে-বেনামের বিভিন্ন ক্ষতিগ্রস্তের নাম তালিকায় অন্তর্ভূক্ত করে। বিভিন্ন ব্যক্তিকে দিয়ে সরকারি জমিতে টং ঘড় তৈরি করায়। এর ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ পরার সম্ভাবনা থাকে। পাশাপাশি সরকারের পুনর্বাসন ব্যয় বহুলাংশে বেড়ে যায়। তাই এ ধরনের এনজিও-র কার্যক্রমের উপর কর্তৃপক্ষকে তীক্ষ্ণ নজর রাখার পরামর্শ প্রদান করেন তিনি।

এদিকে সেতু ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, অব্যবস্থাপনা ঠেকানোর ধূয়া তুলে সরকার একটি দুর্নীতির পথ উন্মুক্ত করে দিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, বিশ্ব ব্যাংক তথা দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হয়েছে। পুনর্বাসনের একটি অংশ তাদের মাধ্যমে পরিশোধ করা হবে।

বাকি টাকাও সরকার নিজে কেন পরিশোধ করছে না। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার পরিশোধ করলে কেউ কেউ মনে করতে পারে যথাযথভাবে টাকা পরিশোধ করা হয়নি। তাই বিশ্ব ব্যাংক-এর একটি নির্দেশনা থাকে। তবে এনজিওটির কার্যক্রমের উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে, কোন অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে।

[ad#co-1]

Leave a Reply