জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
গ্যাস সরবরাহের দাবীতে গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দাখিল করেছে মুন্সীগঞ্জ গ্যাস সরবরাহ উন্নয়ন বাস্তবায়ন কমিটি। দ্রুত গ্যাস সরবরাহের উন্নতী না হলে বৃহত্তর আন্দোলন মূখী কর্মসূচী গ্রহণ করার ঘোষনা দিয়েছেন।
মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় স্বারকলিপি দাখিলের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে গতকাল বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কাছে অর্ধশতাধিক সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষরিত স্বারকলিপি দাখিল করা হয়।
দাখিলকৃত স্বারকলিপিতে মুন্সীগঞ্জ শহরে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, অন্যথায় মুন্সীগঞ্জবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহনে বাধ্য হবে।
[ad#co-1]
Leave a Reply