মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি

১ বৃদ্ধের সলিল সমাধি
জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মেঘনা নদীর বৈদ্যেরবাজার এলাকায় গতকাল সোমবার যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবে ছমিরউদ্দিন নামের এক বৃদ্ধের সলিল সমাধি হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০/১২ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়নগঞ্জ থেকে চাদঁপুরগামী এম ভি মিলু নামের যাত্রীবাহী লঞ্চ মেঘনা নদীরবৈদ্বেরবাজার এলাকায় পৌছলে গজারিয়ার হোসেন্দী থেকে মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে মুহুর্তেই ট্রলারটি ডুবে ঘটনাস্থলেই গজারিয়ার ইসমানির চর এলাকার বৃদ্ধ ছমিরউদ্দিন মারা যায়। বাকী যাত্রীরা সাতরিয়ে তীবে উঠতে সক্ষম হলেও লঞ্চের ধাক্কায় ১০/১২ যাত্রী আহত হয়।

যাত্রীরা জানান, অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের সকলের বাড়ি গজারিয়্ াউপজেলার বিভিন্ন এলাকায়।

মুন্সীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় লঞ্চের কর্মচারী শফিক ও খোরশেদকে আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে

[ad#co-1]

Leave a Reply