জেলা সম্মেলনের দুই মাস পরও জাতীয় পার্টি (জাপা) মুন্সীগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ওই সময় কয়েকটি উপজেলার কমিটি গঠন সম্পন্ন না হওয়ায় সাবজেক্ট কমিটি গঠিত হয়। সাবজেক্ট কমিটি ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তা কবে হবে এ ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা হতাশ এবং ক্ষুব্ধ। জেলা জাতীয় পার্টিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। অন্যদিকে জাপার প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কেন্দ্রীয় নেতাদের ব্যস্ততার কারণে মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিল্পকলা একাডেমীতে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তখন কয়েকটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলামকে প্রধান করে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সাবজেক্ট কমিটিতে রয়েছেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা মো. কলিমউল্লাহ এবং প্রতিটি উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় জাপার সহসভাপতি এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান জেলা জাপার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে এক ভোট পেয়েছেন এবং জাপার আহ্বায়ক অ্যাডভোকেট বজলুর রহমান পেয়েছেন ১৪ ভোট। এদিকে সভাপতি না হতে পেরে অ্যাডভোকেট মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। শেষ পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক হতে পারবেন বলে মনে করছে না তৃণমূল নেতাকর্মীরা। সদস্য সচিব কতুবউদ্দিন আহমেদ দলের সাধারণ সম্পাদক হতে পারেন বলে অনেকে মনে করছে।
[ad#co-1]
Leave a Reply