গজারিয়ায় বোমা হামলা বিএনপি নেতাসহ তিনজন আহত

সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির নেতাসহ তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভবেরচর বাজার থেকে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহতাব উদ্দিন, উপজেলা জাসাস সভাপতি মফিজুল ইসলাম ও বিএনপির সমর্থক নওশাদ মিয়া মোটরসাইকেলে করে শ্রীনগর গ্রামে যাচ্ছিলেন। পথে ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয়ের কাছে অজ্ঞাত সন্ত্রাসী তাদের লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে। এতে তিনজন গুরুতর আহত হন। মাহতাব উদ্দিনকে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সহিদুল ইসলাম জানান, বোমা হামলার খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[ad#co-1]

Leave a Reply