মুন্সিগঞ্জের বাঘড়াবাজারে ন্যাশনাল ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার উদ্বোধন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭ম এসএমই সার্ভিস সেন্টার মুন্সিগঞ্জের বাঘড়াবাজারে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসএমই সেন্টারটির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব এ কে এম শফিকুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘড়াবাজার এসএমই সার্ভিস সেন্টারের ম্যানেজার মোহাম্মদ নবীর হোসেন হাওলাদার। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[ad#co-1]

Leave a Reply