অডিও প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন হাবিব ওয়াহিদ। নিজের নামের দুই আদ্যক্ষর নিয়ে প্রতিষ্ঠানের নাম রেখেছেন এইচডব্লিউ প্রডাকশনস। সম্ভাবনাময় তরুণ শিল্পী ও সংগীত-পরিচালকদের তুলে আনাই হবে প্রতিষ্ঠানটির লক্ষ্য। তবে এ প্রতিষ্ঠান শুধু গানের অ্যালবামই তৈরি করবে। সেগুলো বাজারজাত করার দায়িত্ব দেওয়া হবে অন্যান্য প্রতিষ্ঠানকে।
এ উদ্যোগের ব্যাপারে হাবিব বললেন, ‘প্রায়ই অনেকে আগ্রহ নিয়ে আমার সঙ্গে কাজ করতে আসেন। কিন্তু নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতে হয় বলে তাঁদের সময় দেওয়া হয় না। এবার এ ধরনের আগ্রহী একঝাঁক তরুণ শিল্পী ও সংগীত-পরিচালককে জড়ো করেছি। তাঁদের নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।’
হাবিব আরও বললেন, ‘আমার প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকবে প্রতিষ্ঠানটি। আমি যেমনটা চিন্তা করছি, গানগুলো সেভাবেই তৈরি হবে।’
এরই মধ্যে এইচডব্লিউ প্রডাকশনসের প্রথম অ্যালবামের কাজ শুরু হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। হাবিব নিজে দুটি স্টুডিও ব্যবহার করেন। প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এর একটি ছেড়ে দিয়েছেন তিনি। সেখানে এখন পুরোদমে কাজ চলছে।
হাবিব বললেন, ‘আমি চাই তরুণেরা আরও এগিয়ে আসুক। যত বেশি ভালো কাজ হবে, আমাদের অডিও-শিল্প ততই লাভবান হবে। বলতে পারেন এক ধরনের দায়িত্ববোধ থেকে এই এগিয়ে আসা।’
[ad#co-1]
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান মুন্সীগঞ্জে না ভাই, ঢাকায়… ঠিক কোথায় বলতে পারছি না। ধন্যবাদ
Munshigonj er kon jaygay Habib Wahid er অডিও প্রযোজনা প্রতিষ্ঠান…